• First Class EMU coaches: বাংলায় যুগান্তকারী পদক্ষেপ রেলের, নামমাত্র ভাড়াতেই লোকাল ট্রেনে ‘নবাবি সফর’ শুরু!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩০ জানুয়ারি ২০২৪
  • First Class EMU coaches:

    এবার লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরায় দুরন্ত আরামের নবাবি-সফর। শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) একটি লোকাল ট্রেন (Local Train) রুটে চালু হয়েছে এই বিশেষ পরিষেবা। রবিবারই উদ্বোধন হয়েছে দুরন্ত এই যাত্রার। লোকাল ট্রেনে এমন স্বস্তিদায়ক সফরে যারপরনাই খুশি যাত্রীরা। আগামী দিনে এই বিশেষ কোচে যাত্রীদের টিকিটের চাহিদা দেখে এমন ট্রেন অন্য রুটেও চালানোর ভাবনা রেল কর্তৃপক্ষের। কোন শাখার লোকাল ট্রেনে চালু হল ফার্স্ট ক্লাস কামরা (First Class EMU coaches)? ভাড়াই বা কেমন? বিশেষ এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত তথ্য।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)