Navy-Pak-Somali: জলদস্যু মোকাবিলায় বিশ্বের ত্রাতা ভারত! ১৯ পাক মৎস্যজীবীকেও উদ্ধার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩০ জানুয়ারি ২০২৪
Navy-Somali:
বিরাট সাফল্য পেল ভারতীয় নৌবাহিনী। ১১ জন সোমালি জলদস্যুর হাত থেকে উদ্ধার করল ১৯ পাকিস্তানি মৎস্যজীবীকে। জলদস্যুরা মৎস্যজীবীদের জাহাজ ‘আল নইমি’ দখল করে নিয়েছিল। ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস সুমিত্রা জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালায়। সোমালিয়ার পূর্ব উপকূলে এই অভিযান চালানো হয়। তারপরই উদ্ধার করা হয় জলদস্যুদের হাতে বন্দি ওই মৎস্যজীবীদের। গত ৩৬ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বড় সাফল্য পেল ভারতীয় নৌবাহিনী।