Hemant Soren: হেমন্ত সোরেন কোথায়? মুখ্যমন্ত্রী নিখোঁজ দাবি করে বিজেপির পোস্টার, পাল্টা পদক্ষেপ মন্ত্রিসভার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩০ জানুয়ারি ২০২৪
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে “নিখোঁজ” বলে দাবি করে বিরোধী বিজেপির সাথে, রাজ্যের বিধায়ক এবং মন্ত্রিপরিষদ মন্ত্রীরা মঙ্গলবার সকালে রাঁচির সার্কিট হাউসে “ভবিষ্যত পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার জন্য” এসেছিলেন। এদিকে, সোরেন মঙ্গলবার ইডিকে একটি ইমেল লিখেছিলেন, ৩১ জানুয়ারি তাঁর বাসভবনে দুপুর ১টায় এজেন্সির সামনে তাঁর বিবৃতি রেকর্ড করতে সম্মত হন। তিনি ৩১ জানুয়ারি বা তার আগে একটি বিবৃতি রেকর্ড করার জন্য সংস্থার জোরাজুরিকে “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন।