Brendon McCullum: ৩ নয়, ৪ স্পিনারের কড়াইয়ে ভাজা হবে ভারতকে! দ্বিতীয় টেস্টের আগেই হুঙ্কার কোচ ম্যাককালামের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩০ জানুয়ারি ২০২৪
India vs England 2nd test:
টম হার্টলেকে নিয়ে ফাটকা খেলেছিলেন। সেটা দারুণভাবে কাজে লেগে গিয়েছে। এবার ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়ে দিলেন, তিন স্পিনার নয়, চার স্পিনারেই এবার বিশাখাপত্তনম টেস্টে দল সাজাবেন তাঁরা। অর্থাৎ ভারতের ছকেই ভারতের বিরুদ্ধে বাজিমাত করতে চান তাঁরা।