• ভারতীয় পড়ুয়াকে নির্মম হত্যা মার্কিন মুলুকে, ধরা পড়ল ভিডিওতে
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় পড়ুয়া, পড়াশোনার পাশাপাশি মার্কিন মুলুকে পার্ট টাইম কাজ করতেন। সেই সুবাদেই আশ্রয় দিয়েছিলেন এক গৃহহীনকে। আর তাতেই ঘটেছে মর্মান্তিক পরিণতি। বিবেক সাইনি, জর্জিয়ার লিথোনিয়ার একজন এমবিএ ছাত্র। জানা গিয়েছে ওই ভারতীয় পড়ুয়া এক মাদকাসক্ত, গৃহহীন ব্যক্তিকে আশ্রয় দিয়েছিলেন। তাকে প্রয়োজনীয় খাবার এমনকি শীতবস্ত্র দিয়েও সাহায্য করেছিলেন। জানুয়ারির ১৬ তারিখে বিবেক ওই ব্যক্তিকে বিনামূল্যে খাবার দিতে অস্বীকার করলে, ওই ব্যক্তি হামলা চালায় বিবেকের ওপর। একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যক্তি বিবেকের ওপর হাতুড়ি দিয়ে বারবার আঘাত চালায়। পুলিশ পৌঁছে দেখে, ওই ব্যক্তি বিবেকের দেহের পাশে দাঁড়িয়ে তখনও। আটলান্টায় ভারতের কনস্যুলেট জেনারেল সমাজ মাধ্যমে জানিয়েছেন, বিবেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে, তাঁর দেহ দেশে পাঠানোর সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ২৬ জানুয়ারির সময় দেশে ফেরার কথা ছিল বিবেকের।
  • Link to this news (আজকাল)