• ইডির তলবে হাজিরা তেজস্বীর
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিহার নিয়ে চর্চা অব্যাহত। একদিকে রাতারাতি বদলে গিয়েছে সে রাজ্যের রাজনৈতিক সমীকরণ। বদলে গিয়েছে সরকার। নীতীশ কুমার মহাগঠবন্ধর ছেড়ে পুনরায় গেরুয়া শিবিরের সহায়তায় সরকার গড়ে, মুখ্যমন্ত্রীর পদে বসেছেন। তারপরই সোমবার জমি দুর্নীতি মামলায় ইডি প্রায় ৯ ঘণ্টা জেরা করেছে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে। মঙ্গলবার লালু-পুত্র তেজস্বীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে, নীতীশ এনডিএ জোটে ফিরে যাওয়ায় বিহারের উপমুখ্যমন্ত্রীর পদ খুইয়েছেন তেজস্বী। জল্পনা ছিল ইডি দপ্তরে লালু-পুত্রর হাজিরা নিয়ে। মঙ্গলবার বেলা গড়াতেই দেখা গেল, তলবে সাড়া দিয়ে হাজিরা দিয়েছেন তেজস্বী। বেলা সাড়ে ১১টা নাগাদ পাটনায় ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। তেজস্বীর হাজিরার সময় তাঁর অনুগামীদের গলায় ছিল বিজেপি এবং ইডি বিরোধী স্লোগান। জমির বিনিময়ে চাকরি মামলায় আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • Link to this news (আজকাল)