• ‌ কেরলের বিজেপি নেতা খুনের ঘটনায় ১৫ জনকে ফাঁসির সাজা দিল আদালত...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বিজেপি নেতা খুনের ঘটনায় ১৫ জনকে ফাঁসির সাজা শোনাল কেরলের আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা প্রত্যেকেই নিষিদ্ধ সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ বা পিএফআইয়ের সদস্য। মঙ্গলবার এই সাজার কথা শুনিয়েছে কেরলের আলাপুঝার একটি আদালত। প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে কেরল বিজেপির ওবিসি শাখার তৎকালীন সাধারণ সম্পাদক রঞ্জিত শ্রীনিবাসন বাড়িতেই খুন হন। পরিবারের সদস্যদের সামনেই তাঁকে মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে পিএফআই এবং আর এক সংগঠন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এফ ইন্ডিয়া বা এসডিপিআই সদস্যদের বিরুদ্ধে। এদিকে, বিজেপি নেতার খুনের এক দিন আগেই, বাড়ি ফেরার পথে খুন হন এসডিপিআই নেতা কেএস শান। তার পরেই বিজেপি নেতাকে খুনের নেপথ্যে রাজনৈতিক ‘প্রতিহিংসা’ই দেখেছিলেন অনেকে। সেই ঘটনায় এবার ১৫ জনকে ফাঁসির সাজা শোনাল আদালত। 
  • Link to this news (আজকাল)