• 'ভয়ের কারণে কাজ থেমে থাকবে না', বিপর্যস্ত সুড়ঙ্গে কাজে ফিরছেন উদ্ধার হওয়া শ্রমিক ...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুড়ঙ্গ বিপর্যয়ের ১৭ দিনের মাথায় একে একে মুক্তি পেয়েছিলেন আটকে পড়া শ্রমিকরা। উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে ৪০০ ঘণ্টা পর খোলা আকাশের নীচে এসেছিলেন ৪১ জন। উদ্বেগ, আশঙ্কার ১৭ দিন পর তাঁদের জড়িয়ে ধরেছিলেন পরিবারের লোকজন। চোখে জল, মুখে যুদ্ধ জয়ের হাসি। ওই বিপর্যস্ত সুড়ঙ্গের অসম্পূর্ণ কাজ শুরু হচ্ছে ফের, আর তাতে যোগ দিতে যাচ্ছেন উদ্ধার হওয়া শ্রমিক। বলছেন, ভয়ের জন্য কাজ থেমে থাকলে চলবে না। সর্বভারতীয় একটি সংবাদ সংস্থা সূত্রের খবর, বাংলার শ্রমিক, মানিক তালুকদার কাজে ফিরছেন সেখানেই। সঙ্গেই জানিয়েছেন, কাজ এবং ঝুঁকি সম্পর্কে তাঁরা সচেতন। ১২ নভেম্বর দীপাবলিতে ধসে টানেলের মধ্যে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কের সিল্কিয়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত এই টানেলটি তৈরি করা হচ্ছিল। আচমকা এক ভোরবেলা ভূমিধসে সেই সুড়ঙ্গের দেড়শো মিটার অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আটকা পড়েন শ্রমিকরা। বিপর্যয়ের প্রায় দু" মাস পর হাইওয়ে মন্ত্রক গত সপ্তাহে পুনরায় কাজ শুরুর অনুমতি দিয়েছে।
  • Link to this news (আজকাল)