• ‌‘‌চলো পাল্টাই’‌, রাস্তায় নেমে কেন্দ্রে সরকার বদলের ডাক মহিলা তৃণমূল কংগ্রেসের...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ কেন্দ্রে সরকার পাল্টানোর ডাক দিয়ে রাস্তায় মহিলা তৃণমূল কংগ্রেস। মিছিল থেকে একটাই আওয়াজ ‘‌চলো পাল্টাই’‌। মঙ্গলবার চুঁচুড়া খদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিলে পা মেলালেন সহস্রাধিক মহিলা কর্মী। শহরের অলিগলি ছেয়ে যায় মানুষের ভিড়ে। মিছিলের নেতৃত্বে ছিলেন হুগলি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুঁইন, বিধায়ক অসিত মজুমদার, তৃণমূল যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় সহ সংগঠনের সর্বস্তরের জনপ্রতিনিধিরা। এদিন মহিলা সভানেত্রী শিল্পী চ্যাটার্জি বলেছেন, ‘‌বাংলা কেন্দ্রের অনেক প্রকল্পে ভাল কাজ করেছে। বিজেপি যদি গুজরাট মডেল বলতে পারে বাংলাতে ডায়মন্ড হারবার মডেল হবে না কেন?‌ কেন্দ্র বরাদ্দ দিচ্ছে না। রাজ্য সেই অভাব পূরণ করছে সাধ্যমতো। একশো দিনের কাজের টাকা না দেওয়ায় গ্রামে গ্রামে চাপ তৈরি হচ্ছে। আসলে বিজেপি মানুষকে ভাতে মারতে চাইছে। তাই এই অবস্থার পরিবর্তন করতে আওয়াজ উঠেছে ‘‌চলো পাল্টাই’‌।’‌ জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেছেন, ‘‌কেন্দ্র সরকার ভারতবর্ষের মানুষের উপর বুলডোজার চালাচ্ছে। জোর করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল ‘‌বদলা নয় বদল চাই’‌। এবার লোকসভা ভোটের আগে স্লোগান উঠেছে ‘‌চলো পাল্টাই’‌। 
  • Link to this news (আজকাল)