• মুর্শিদাবাদের জন্য হাজার কোটির বেশি উপহারের ডালি নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন তিনি। বুধবার দুপুর তিনটে থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে তাঁর সরকারি জনসভা শুরু হওয়ার কথা।  জেলা প্রশাসন সূত্রে খবর, সরকারি জনসভা থেকে মুর্শিদাবাদবাসীর জন্য মুখ্যমন্ত্রী এক হাজার কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন।  মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, বুধবার বেলা তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মালদা থেকে হেলিকপ্টার করে বহরমপুর স্টেডিয়ামে এসে পৌঁছবেন। এখনও পর্যন্ত স্থির রয়েছে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে প্রায় ৮৮০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন এবং ১৮১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলাবাসী লোকসভা নির্বাচনের আগে প্রায় এক হাজার কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জ এবং লালগোলা ব্লকে নদী পাড় পুনরুদ্ধারের বেশ কিছু কাজের শিল্যানাস  করবেন। এর পাশাপাশি বহরমপুরের কাশিমবাজার একটি ৩১/১১ কেভি সাবস্টেশন উদ্বোধন এবং বেলডাঙ্গা ২ এবং মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে ভাগীরথী নদীর ভাঙ্গন প্রতিরোধ কাজের শিল্যানাস করবেন।  মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এসে একাধিক কমিউনিটি হল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিছু বিদ্যালয় ভবন নির্মাণের কাজ, বহরমপুরে একটি সুইমিং পুল নির্মাণ কাজের শিল্যানাস করার পাশাপাশি নবগ্রামে রত্নেশ্বর মন্দির সংরক্ষণের কাজেরও শিলান্যাস করবেন।  উদ্বোধন করবেন একটি সেতুও। এছাড়াও ফারাক্কা এবং সামশেরগঞ্জ ব্লকে গঙ্গা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার নদী অংশ পুনরুদ্ধারের কাজের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনের তালিকায় রয়েছে একাধিক হাসপাতাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বেশ কিছু রাস্তা, কয়েকটি জনস্বাস্থ্য কেন্দ্র।
  • Link to this news (আজকাল)