• মেগা ডার্বির আগেই বিরাট ধাক্কা লাল-হলুদে, সুপার কাপ জেতানো নক্ষত্র বদলালেন ক্লাব!
    ২৪ ঘন্টা | ৩০ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। জাতীয় পর্যায়ে ১২ বছর ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। ২০১২ সালে শেষবার ফেডারেশন কাপ জেতা শতাব্দী প্রাচীন ক্লাব, ২০২৪ সালে এসে জিতল কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2024 Final)। গত রবি সন্ধ্য়ায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কার্লেস কুয়াদ্রাতের শিষ্য়রা, অতিরিক্ত সময়ে গড়ানো খেলায়, ৩-২ গোলে হারিয়েছে সের্জিও লোবেরার গতবারের চ্য়াম্পিয়ন দলের। কলিঙ্গ সুপার কাপ জেতার রাতেই চলে এসেছিল বুক ভাঙা আপডেট। জানা গিয়েছিল যে, লাল-হলুদ জার্সি তুলে রাখছেন স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা (Borja Herrera)। মঙ্গলবার অর্থাৎ আজ দুপুরে, লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব বোরহাকে আগামীর শুভেচ্ছা জানিয়েই তাঁর সঙ্গে গোল্ডেন হ্য়ান্ডশেক করে নিল। আর সেই আপডেট শতাব্দী প্রাচীন ক্লাব তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল। বিগত প্রায় একটা বছর লাল-হলুদ জার্সিতে মাঝমাঠে বেশ ভালো ফুটবলই খেলেছিলেন বোরহা। এমনকী সুপার কাপের ফাইনালেও তিনি অনেকটা সময়ই ছিলেন মাঠে। আগামী ৩ ফেব্রুয়ারি সল্টলেক স্টেডিয়ামে ফের একবার ইস্ট-মোহন দ্বৈরথ। আইএসএল ডার্বির আগেই বড় ধাক্কা খেল কুয়াদ্রাত অ্যান্ড কোং। বোরহা এখন পাড়ি জমাচ্ছেন এফসি গোয়াতে। লোনে গেলেন তিনি। গতবছর বোরহা হায়দরাবাদ এফসি থেকে ফ্রি এজেন্ট হয়েই এসেছিলেন ইস্টবেঙ্গলে। হায়দরাবাদকে টানা দ্বিতীয়বার আইএসএলের শেষ চারে নিয়ে যাওয়ার নেপথ্যে ছিলেন এই বোরহা। মাঝমাঠে নিজের ছাপ রেখেছিলেন। চারটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট ছিল তাঁর নামের পাশে। ৩২ বার গোলের সুযোগও তৈরি করেছিলেন তিনি। বোরহার ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারেননি। নন্দকুমারের পরই বোরহাকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। লাস পালমাসের হয়ে বোরহা ২০১৭-১৮ মরসুমে খেলেছেন স্পেনের এক নম্বর লিগ লা লিগা। এমনকী বোরহা খেলেছেন ইজরায়েলে গিয়েও। বোরহা চলে যাওয়ায় ইস্ট-মোহন মহারণে বাড়তি দায়িত্ব থাকবে সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী ও নাওরেম মহেশের উপর।

      

     
  • Link to this news (২৪ ঘন্টা)