রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Jodo Nyay Yatra) অংশ নিতে রাজ্যে-রাজ্যে চষে ফেলার সংকল্প নিয়েছেন এই বৃদ্ধ। ইতিমধ্যেই প্রায় ২৪০০ কিলোমিটার পথ সাইকেলেই তিনি অতিক্রম করে ফেলেছেন। বুধবার কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছবে মালদায় (Malda) । রাহুলের স্বপ্নের এই জনসংযোগ যাত্রায় সামিল থাকবেন এই বৃদ্ধও।