Justice Abhijit Gangopadhyay: বিচারপতি গাঙ্গুলির হাত থেকে শিক্ষা সংক্রান্ত সব মামলা সরল, এবার মামলা শুনবেন কে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
Justice Abhijit Gangopadhyay:
এরাজ্যে শিক্ষা সংক্রান্ত একাধিক মামলায় ইডি-সিবিআই (ED-CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। তাঁরই একের পর এক নির্দেশে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপও করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে এবার শিক্ষা সংক্রান্ত সব মামলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হল। মঙ্গলবারই এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (T. S. Sivagnanam)। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বদলে এবার থেকে হাইকোর্টের অন্য এক বিচারপতি শিক্ষা সংক্রান্ত মামলাগুলি শুনবেন।