• ‘Aaya Ram, gaya Ram’: বিরোধীদের চোখে এখন, নীতীশ ‘আয়া রাম, গ্যয়া রাম’! কোথা থেকে এল এই শব্দ?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
  • Aaya Ram-gaya Ram:

    রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায়, নীতীশ কুমার নবমবারের মত বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। তাঁর দল জনতা দল (ইউনাইটেড) বিজেপির সঙ্গে জোটবদ্ধ হল। কংগ্রেস এবং রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) অন্তর্ভুক্ত ‘মহাগঠবন্ধন’ জোটের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে নীতীশ কুমার রবিবার ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে বসলেন। এই প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদব গত কয়েকদিন ধরে চলা নীতীশ কুমারের পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন। খাড়গে বলেন, ‘দেশে অনেক আয়া রাম, গয়া রাম আছেন। তিনি (নীতীশ কুমার) চাইলে থাকতে পারতেন।’ ভারতীয় রাজনীতিতে ‘আয়া রাম, গয়া রাম’ শব্দটা নতুন না। ১৯৬০-এর দশকে হরিয়ানায় নেতাদের মধ্যে আজ এই দলে তো কাল ওই দলে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছিল। সেই থেকেই শব্দটা চালু হয়ে যায়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)