Virat Kohli: কোহলিকে কি আর পাওয়া যাবে আদৌ! কঠিন সময়ে ভয় ধরানো আপডেট BCCI সূত্রে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
Ind-Eng Test Series: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে টিম ম্যানেজমেন্টের কাছে অব্যাহতি চেয়েছিলেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিরিজের বাকি তিন ম্যাচেও যে বিরাটকে পাওয়া যাবেই, তার কোনও নিশ্চয়তা নেই। বিসিসিআইয়ের একজন আধিকারিককে উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, তাঁরা কোহলির থেকে তাঁর ভারতীয় দলে ফেরার সম্ভাবনার ব্যাপারে কিছুই শোনেননি। বিসিসিআইয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না-করার শর্তে এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এখনও তাঁর (বিরাট কোহলি) ফিরে আসা নিয়ে কিছুই শুনিনি।’