• Nathuram Godse: ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর হত্যাকারী! কীভাবে হয়েছিল নাথুরাম গডসের বিচার?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
  • সময়টা ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি। মহাত্মা গান্ধী দিল্লির বিড়লা হাউসের প্রার্থনা মণ্ডপের দিকে হাঁটছিলেন। সেই সময় ৩৫ বছর বয়সি যুবক নাথুরাম গডসে তাঁর সামনে আসে। পকেট থেকে একটি পিস্তল বের করে। পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তিনটি গুলি ছোড়ে। যা গান্ধীর বুকে, পেটে এবং কুঁচকিতে আঘাত করেছিল। ১৫ মিনিটের মধ্যেই ‘জাতির জনক’ মারা যান। ঘটনাস্থলে থাকা সামরিক কর্মীরা গডসেকে আটক করেন। তাঁর পিস্তল ছিনিয়ে নেন। পুলিশ হেফাজতে নেওয়ার আগেই ঘাতককে জনতা মারধর করে। পরবর্তীকালে, এই ঘটনায় তুঘলক রোডের একটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। যা একটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)