• শহিদ দিবসে ঘৃণার রাজনীতির অভিযোগে সরব বিরোধীরা
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, দিল্লি: ৩০ জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই খুন হয়েছিলেন গান্ধীজি। তাঁর প্রয়াণ দিবসে দেশজুড়ে ঘৃণা এবং হিংসা ও বিভাজনের রাজনীতি ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব হল বিরোধীরা। তাদের অভিযোগ, গুলি নয়, ঘৃণার বলি হয়েছিলেন গান্ধীজি। একইসঙ্গে বিজেপি ও সংঘ পরিবারে গান্ধীজির হত্যাকারী গডসে প্রীতির অভিযোগে সরব হয়েছেন বিরোধী শিবিরের নেতারা।রাহুল গান্ধী মহাত্মা গান্ধীজির প্রয়াণ দিবস বা শহিদ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি তিনি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, "এই দিনে ঘৃণা ও হিংসার নীতি বাপুজিকে দেশ থেকে ছিনিয়ে নিয়েছিল। আজকের দিনেও আমাদের নীতি এবং আদর্শ হরণ করতে চাইছে সেই একই নীতি। তবে এই ঘৃণার ঝড়ে সত্য এবং সম্প্রীতির শিখা নিভতে দেওয়া যাবে না। এটাই হবে গান্ধীজির প্রতি আমাদের প্রকৃত সম্মান প্রদর্শন।" কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, "গান্ধীজি কীভাবে খুন হয়েছিলেন? একটি গুলিতে নাকি ঘৃণায়?" তৃণমূল সাংসদ জহর সরকারের বক্তব্য, "১৯৪৮ সালের আজকের দিনে অন্ধ হিন্দুত্বের বলি হয়েছিলেন মহাত্মা। গান্ধীজির হত্যাকে স্বাগত জানিয়েছিল আরএসএস এবং হিন্দু মহাসভা, যারা তাঁর পথের বিরোধিতা করেছিলেন। গান্ধীজির হত্যার পর এই দুই সংগঠন নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেছিল।"
  • Link to this news (আজকাল)