• বিহারে নীতীশকে নিশানা রাহুলের
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • ‌আবু হায়াত বিশ্বাস, দিল্লি: মঙ্গলবার বিহারের প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাজ্যে পা দিয়েই নীতীশ কুমারের এনডিএ শিবিরে যোগ দেওয়া নিয়েছে মুখ খুলেছেন রাহুল। তাঁর অভিযোগ, জাতগণনা সংক্রান্ত রিপোর্ট কার্যকর করা আটকানোর উদ্দেশ্যেই বিজেপি ভাঙিয়ে নিয়ে গিয়েছে নীতীশকে। রাহুল বলেছেন, ‘‌নীতীশ কুমারজিকে আমাদের প্রয়োজন নেই।’‌ কেন এমন কথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধীর বক্তব্য, ‘‌কোথায় নীতীশ কুমার আটকে গিয়েছিলেন তা বুঝতে পারছি। খুব সোজা কথায় আমি ওঁকে বলেছিলাম, বিহারে জাতপাতের ভিত্তিতে জনগণনা আপনাকে করতেই হবে। কংগ্রেস ও আরডেজি এনিয়ে নীতীশজির উপরে চাপ সৃষ্টি করেছিল। এতে ভয় পেয়ে গিয়েছিল বিজেপি। নীতীশকে চাপ দিয়ে পিছনের দরজা দিয়ে তাঁকে এনডিএ-তে নিয়ে গেল।’ বিহারবাসীর উদ্দেশে রাহুলের মন্তব্য, ‘আপনাদের সামাজিক ন্যায়বিচার দেওয়া আমাদের জোটের (‘ইন্ডিয়া’) দায়িত্ব এবং এর জন্য আমাদের নীতীশজির প্রয়োজন নেই।’
  • Link to this news (আজকাল)