• একতরফা প্রার্থী ঘোষণা অখিলেশের, রুষ্ট উত্তর প্রদেশ কংগ্রেস...
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • ‌আবু হায়াত বিশ্বাস, দিল্লি: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে তার জন্য অপেক্ষায় থাকতে রাজি নয় অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। মঙ্গলবার রাজ্যের ১৬ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তাঁর দল। তবে একতরফা প্রার্থী ঘোষণায় কিছুটা রুষ্ট কংগ্রেস নেতৃত্ব। কারণ, এমন কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যে আসনে কংগ্রেস প্রার্থী দেবে বলে মনস্থির করেছিল। যেমন ফারুখাবাদ। ওই আসনে কংগ্রেসের সলমন খুরশিদ লড়ে থাকেন। এবারও তাঁকে দল দাঁড় করাবে ঠিক করেছিল। উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নির্মল ক্ষত্রীর ২০০৯ সালে জেতা ফৈজাবাদ রয়েছে এই তালিকায়। রয়েছে ২০০৯-এ কংগ্রেসের জেতা ধৌরাহরা। লখনউ কেন্দ্রেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রায় ২ লক্ষ ভোট পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী। ঘটনাচক্রে, এই আসনগুলিতে পরবর্তী সময়েও কখনও জেতেনি অখিলেশের দল। একতরফা প্রার্থী ঘোষণা হওয়ায় ইন্ডিয়া জোটের ফাঁটল দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি অখিলেশ যাদব জানিয়েছিলেন, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১১টি কংগ্রেসকে ছাড়ার বিষয়ে সমঝোতা হয়েছে। যদিও তার পরেই কংগ্রেসের তরফে জানানো হয়, আলোচনা এখনও শেষ হয়নি। অখিলেশের সঙ্গে কথা বলছেন অশোক গেহলট। আলোচনা চূড়ান্ত হলে কংগ্রেস জানিয়ে দেবে। এরই মধ্যে সমাজবাদী পার্টির একতরফা প্রার্থী ঘোষণায় উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল।
  • Link to this news (আজকাল)