• প্রথম আলো সম্মান মেলালো এপার ওপার
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথম আলো সম্মান প্রদানকে কেন্দ্র করে বইমেলার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্যাভিলিয়নে চাঁদের হাট। এবছর প্রথম আলো সম্মানে ভূষিত করা হল বাংলাদেশের কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম এবং এপার বাংলার কবি ঋজুরেখ চক্রবর্তীকে। উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার সম্পাদক বীথি চট্টোপাধ্যায়, রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার এবং লেখক দেবযানী বসু কুমার, গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, এসএনইউয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, বাংলাদেশের প্রকাশক মাজহারুল ইসলাম, সাহিত্যিক প্রচেত গুপ্ত, চুমকি চট্টোপাধ্যায়, ইমানুল হক, বিধায়ক নির্মল ঘোষ এবং আরও বিশিষ্টরা। প্রথম আলো সম্মান পেয়ে কবি ঋজুরেখ চক্রবর্তী জানান, "খুবই ভাল লাগছে। তবে একটু দুশ্চিন্তাও হচ্ছে। যাঁরা আমাকে এই সম্মাননা দিলেন জীবনের বাকি সময়টা তাঁদের জন্য এবং পাঠকদের জন্য যেন আমি সম্মানের যোগ্য হয়ে থাকতে পারি।" সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, "এরকম একটা সম্মাননা দিলে নিজের উপর দায়িত্ব অনেক বেড়ে যায়। যে কারণে আমায় সম্মান দেওয়া হয়েছে সেই কারণটা অন্তত যুক্তিযুক্ত করি। আমি যেভাবে লিখছি সেভাবেই লিখব, কিন্তু একটা আলাদা দায়বদ্ধতা বাড়ল আমার।" বীথি চট্টোপাধ্যায় বলেন, "সাহিত্যকে ভালবাসি বলে যাঁরা ভাল লেখেন তাঁদের পুরস্কৃত করি। যতদিন বেঁচে থাকব চেষ্টা করব এভাবেই সম্মান দিয়ে যাওয়ার।" এদিন প্রকাশিত হয় বীথি চট্টোপাধ্যাযের "নির্বাচিত প্রেমের কবিতা", "প্রথম আলো" পত্রিকার বইমেলা সংখ্যা, শোভনদেব চট্টোপাধ্যায়ের "প্রকৃতি আমার প্রথম প্রেম", "নীলদিগন্ত" পত্রিকার স্মরণে শঙ্খ ঘোষ।
  • Link to this news (আজকাল)