• পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মাধ্যমিকের সময় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের...
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে জারি করা হল বিবৃতি। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের কোনও রকম বিপদ, বাধা বা অসুবিধা যাতে না হ্য, সেই কারণে ২,৩,৫,৬,৮,৯,১০,এবং ১২ ফেব্রুয়ারি সমস্ত ধরণের যানবাহন নিয়ন্ত্রিত হবে। উল্লিখিত দিনগুলিতে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত (ভাঙড় ডিভিশন ছাড়া) কলকাতা শহরের মধ্যে, কলকাতা পুলিশের অধীনস্থ জায়গাগুলিতে সমস্ত ধরণের পণ্যবাহী যানবাহনের চলাচল সীমাবদ্ধ থাকবে৷ জরুরী যানবাহন, এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, শাকসবজি,ফল, মাছ ইত্যাদি বহনকারী অত্যাবশ্যকীয় যানবাহনগুলিকে উল্লিখিত দিনগুলিতে সকাল ৮ টা পর্যন্ত অনুমোদিত হবে৷ পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র বা আশেপাশে এলাকায় এমারজেন্সি কোনও পরিস্থিতি হলে, কর্তব্যরত ট্রাফিক পুলিশ অফিসার মনে করলে যানবাহন চলাচল ডাইভার্ট, নিয়ন্ত্রিত, সীমাবদ্ধ করতে পারেন। অন্যদিকে, আসন্ন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে রাজ্যের তিন রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ডব্লিউবিটিসি’র–র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সোমবার এক নির্দেশিকায় আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাস্তায় বেশি পরিমাণে বাস চালানোর জন্য সমস্ত ডিপো ম্যানেজারদের নির্দেশ দিয়েছেন। ওই ক’‌দিন চালকদের ছুটির ক্ষেত্রে কড়া নিয়ম জারি করা হয়েছে। পরীক্ষার জন্য নির্ধারিত বাসগুলির সামনে ‘‌এক্সামিনেশন স্পেশাল’‌ বোর্ড ঝোলানো এবং ফেয়ার চার্ট অনুসারে ভাড়া নেওয়ার কথা ওই নির্দেশিকায় জানানো হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এবং পরীক্ষার্থীরা যাতে স্পেশাল বাসে উঠতে পারে তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে নির্দেশিকায়।
  • Link to this news (আজকাল)