• বিশেষ অধিকার প্রয়োগে রাজ্যসভার ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার চেয়ারম্যানের!
    ২৪ ঘন্টা | ৩১ জানুয়ারি ২০২৪
  • রাজীব চক্রবর্তী: সাসপেন্ড করা হয়েছিল সংসদের শীতকালীন অধিবেশনে। স্বাধীকার রক্ষা কমিটি যেদিন দোষী সাব্যস্ত করল, সেদিনই বিশেষ অধিকার প্রয়োগ করে রাজ্যসভার ১১ সাংসদের সাংসদের সাসপেনশন প্রত্য়াহার করে নিলেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। 

    ঘটনাটি ঠিক কী? আগে কখনও হয়নি। সংসদে তখন শীতকালীন অধিবেশন চলছে। ৩ দফায় রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে সাসপেন্ড করা হয় বিরোধী দলের ১৪১ জন সাংসদকে। রাজ্যসভায় যাঁরা সাসপেন্ড হয়েছিলেন, তাঁদের মধ্য়ে ১৪ জনের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ ওঠেছিল। স্বাধীকার রক্ষা কমিটির সিদ্ধান্তে দোষী সাব্যস্ত হন তাঁরা। কবে? আজ, মঙ্গলবার। এদিকে রাত পোহালেই সংসদের বাজেট অধিবেশন। আগামিকাল, বুধবার নতুন সংসদে ভবনে যৌথ অধিবেশন ভাষণ দেবেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু।  সেকারণেই বিশেষ অধিকার প্রয়োগ করে ওই ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে নিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এর আগে, সর্বদল বৈঠকে সাসপেনশনের নিয়ে সরব হন বিরোধী দলের নেতারা। বৈঠকে শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, 'সবার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হবে। লোকসভার স্পিকার ও  রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। সরকার তরফে তাঁদের সাসপেনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি। এটা স্পিকার ও চেয়াম্যান এক্তিয়ারে। সেকারণে দু'জনকেই আমরা সংশ্লিষ্ট প্রিভিলেজ কমিটি কথা বলতে ও সাসপেনশন প্রত্য়াহার করে তাঁদের হাউসে আসার সুযোগ দিতে বলেছি। ওনারা রাজি হয়েছেন'। 
  • Link to this news (২৪ ঘন্টা)