আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে এটাই শেষ বাজেট অধিবেশন। অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বেলা ১১টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষে ভাষণ দেবেন এবং সংসদের সামনে ভারত সরকারের রূপরেখা পেশ করবেন। তার পরেই সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবে বিজেপি সরকার। ১ ফেব্রুয়ারি দেশের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।