২২ শে জানুয়ারি অযোধ্যায় অনুষ্ঠিত রাম মন্দির প্রাণ প্রতিষ্টা মহোৎসবের দিন ভারুচের অঙ্কলেশ্বরের এক ব্যবসায়ী তার বাড়ির ছাদে ভগবান রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি সহ একটি মন্দির তৈরি করেন। সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মূর্তিও। ছাদে মন্দির নির্মাণের কোন অনুমোদন নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয় মানুষের। ইতিমধ্যেই এই বিষয়ে ভারুচ-অঙ্কলেশ্বর আরবান ডেভেলপমেন্ট অথরিটি (BAUDA)তে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু খোদ মোদী রাজ্যে মোদী মূর্তি ভাঙবে কার সাধ্যি? ফলে অভিযোগ পাওয়ার পরও নীরব দর্শকের ভূমিকায় ভারুচ-অঙ্কলেশ্বর আরবান ডেভেলপমেন্ট অথরিটি (BAUDA)কর্তৃপক্ষ।