Budget Session 2024: আজ থেকে শুরু বাজেট অধিবেশন, বিরোধী সাংসদের সাসপেনশন প্রত্যাহার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
বুধবার থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। এর পরিপ্রেক্ষিতে শীতকালীন অধিবেশনে সাময়িক বরখাস্ত হওয়া সকল সাংসদের সাময়িক বরখাস্ত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, শীতকালীন অধিবেশন যাঁদের সাসপেন্ড করা হয়েছিল, বিরোধী দলের সেই সাংসদদের সাসপেনশন এবার প্রত্যাহার করে নেওয়া হবে। ‘সরকারের তরফে লোকসভা স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যানকে সাসপেনশন প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে’।