BMC Scam: মুম্বইয়ের উন্নয়নে বরাদ্দ ৫০০ কোটি টাকা, পেলেন শুধু শাসকদলের বিধায়করাই, ভয়ংকর অভিযোগ!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
BMC Fund for Development:
দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই। এই শহরের পুরনির্বাচন গত দু’বছর আগে হওয়ার কথা থাকলেও হয়নি। শুধু তাই নয়। শহরের কোন অংশের উন্নয়ন হবে, তা বর্তমানে সম্পূর্ণরূপেই নির্ভর করছে, বিধায়ক কোন দলের, তার ওপর। বিধায়ক শাসক দলের হলে, তিনি উন্নয়নের জন্য অর্থ পাবেন।
কিন্তু, বিরোধী হলেই তাঁর এলাকায় উন্নয়নের সুযোগ বন্ধ। ইন্ডিয়ান এক্সপ্রেসের অন্তর্তদন্তে উঠে এল সেই তথ্য।