• ‌ইজরায়েলে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমেছে, দাবি সমীক্ষায়
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ গাজা যুদ্ধের জেরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় বলা হয়েছে, নেতানিয়াহুর জনপ্রিয়তায় এতটাই ধস নেমেছে, যা এর আগে কখনওই হয়নি। নতুন সমীক্ষা বলছে, মাত্র ২৩ শতাংশ ইজরায়েলি জনগণ নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে থাকতে দেখতে চান। অন্যদিকে, ৪১ শতাংশ জনগণ জানিয়েছেন, তারা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজকে ক্ষমতায় দেখতে চান। প্রায় চার সপ্তাহ আগে চলতি মাসের শুরুর দিকে আরেকটি সমীক্ষা হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল প্রায় ২৯ শতাংশ। মাত্র এক মাসের ব্যবধানে ছয় শতাংশ জনসমর্থন হারিয়েছেন নেতানিয়াহু। সমীক্ষায় আরও বলা হয়েছে, এই মুহূর্তে নির্বাচন হলে নেতানিয়াহুর বিরোধী জোট ৬৮টি আসন পাবে। আর নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট পাবে ৪৭টি। 
  • Link to this news (আজকাল)