• ১৩ বছর পর শীতলতম জানুয়ারির সাক্ষী থাকল দিল্লি
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারির শেষদিনেও ঘন কুয়াশার দাপটে ভোগান্তি রাজধানীতে। বুধবার ভোররাত থেকে দৃশ্যমানতা শূন্যের কাছে। যার জেরে আবারও দিল্লিতে বিঘ্নিত বিমান, রেল পরিষেবা। হাওয়া অফিস জানাচ্ছে, ১৩ বছর পর শীতলতম জানুয়ারির সাক্ষী থাকল দিল্লি। গড় সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গড় সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে কনকনে ঠান্ডার মাঝেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দিল্লি ও সংলগ্ন শহরে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, আজ ভোরের দিকে বিমানবন্দর সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা শূন্য ছিল। এর ফলে ৫০টি বেশি বিমান ওঠানামায় দেরি হয়েছে। রেল সূত্রে খবর, বুধবার সকাল থেকে কুয়াশার কারণে ২৫টি ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।
  • Link to this news (আজকাল)