• দেশে স্নো লেপার্ডের সংখ্যা কত'‌ জানাল কেন্দ্র
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব মঙ্গলবার দিল্লিতে বন্যপ্রাণ সংক্রান্ত জাতীয় বোর্ডের বৈঠকে দেশে স্নো লেপার্ডের সংখ্যা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেন। এটি দেশের প্রথম স্নো লেপার্ড সংক্রান্ত বিজ্ঞান ভিত্তিক রিপোর্ট। বলা হয়েছে দেশে বর্তমানে স্নো লেপার্ডের সংখ্যা ৭১৮। এর মধ্যে লাদাখে রয়েছে সবচেয়ে বেশি ৪৭৭। সংখ্যার নিরিখে এরপরেই রয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম এবং জম্মু ও কাশ্মীর। এদিকে, ২০২৪–এর ‘শীতকালীন খেলো ইন্ডিয়া গেমস’–এর লোগো এবং মাসকট প্রকাশিত হয়েছে। জম্মু–কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং লাদাখের উপরাজ্যপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডঃ বি. ডি. মিশ্র এই লোগো প্রকাশ করেন। শীতকালীন গেমসের এই চতুর্থ সংস্করণের মাসকট হল–‘তুষার চিতা’। 
  • Link to this news (আজকাল)