• বিমানে আচমকা অসুস্থ, আগরতলায় হাসপাতালে চিকিৎসাধীন মায়াঙ্ক আগরওয়াল...
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • নিতাই দে, আগরতলা: বিমানে জল পান করে গুরুতর অসুস্থ ভারতীয় দলের ক্রিকেটার তথা কর্ণাটক রাজ্যের রঞ্জি দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৪ দিনের কর্নাটকের হয়ে ত্রিপুরার সঙ্গে রঞ্জি ট্রফি খেলতে ২৬ জানুয়ারি রাজ্যে এসেছিলেন। ত্রিপুরা রঞ্জি দলকে ২৯ রানে হারিয়ে মঙ্গলবার রঞ্জি ট্রফি শেষে বিকেলের ইন্ডিগো বিমানে আগরতলা থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় এমবিবি বিমানবন্দরে বিমানে উঠে জল পান করার সঙ্গে সঙ্গে গলাতে জ্বালা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে বিমান থেকে নামিয়ে আগরতলা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্ডিগোর কর্তৃপক্ষ তরফ থেকে জলের বোতলটা টেস্টিংয়ের জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তবে সূত্রে জানা গেছে তিনি আইসিইউতে রয়েছেন। ঘটনার খবর পেয়ে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। এবং চিকিৎসাতে যাতে কোনও খামতি না হয় তাঁর জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। জানা গেছে, বিমানে আগরতলা থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় এমবিবি বিমানবন্দরে বিমানটি রানওয়েতে উঠার সময় জল পান করতেই অসুস্থতা বোধ করেন। সঙ্গে সঙ্গে বিমানে থাকা বিমান সেবিকা অসুস্থতার ঘটনাটি পাইলটকে জানান। পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে জানালে এয়ার ট্রাফিক পারমিশন দেন বিমানটি না উড়ানোর জন্য। তখন বিমান থেকে ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালকে বিমানবন্দরের অ্যাম্বুল্যান্সে করে আগরতলার বেসরকারি হাসপাতালে আনা হয়।
  • Link to this news (আজকাল)