• বিএসএফকে তোপ মমতার
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আক্রমণের মুখে বিএসএফ। মঙ্গলবার উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরে সাংসদ ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্রে দাঁড়িয়ে মমতা বলেন, তাঁর কাছে খবর আছে গতবার বালুরঘাটে ভোটের লাইন ম্যানেজ করেছিল বিএসএফ‌। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "এবার যদি শুনি, মনে রাখবেন ইলেকশন চলে যাবে। আমরা কিন্তু থাকব।" এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, ভোট করায় নির্বাচন কমিশন, জেলাশাসক, পুলিশ সুপাররা। তাঁর অভিযোগ, "সেখানে গিয়ে বিএসএফ লাইন ম্যানেজ করেছে। কে দিয়েছে এই অধিকার?" অন্যদিকে ওই জেলার কুশমণ্ডিতে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছেন সুকান্ত‌ও। লোকসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, "এবার দিদির পুলিশ দিয়ে নয়, দাদার পুলিশ দিয়ে ভোট হবে।" সুকান্তর প্রশ্ন, "বিজেপি শাসিত রাজ্যে নির্বিঘ্নে ভোট হলেও বাংলায় কেন হয় না?" তাঁর হুঁশিয়ারি, "মস্তানি করলে ছেড়ে দেওয়া হবে না।" কার্যত লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও যুযুধান দুই নেতা-নেত্রীর কথায় স্পষ্ট, এক ইঞ্চি জমিও কেউ কাউকে ছেড়ে দিতে রাজি নন।
  • Link to this news (আজকাল)