• অকাল বসন্তের বাতাসে উতলা বইমেলা
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • কৌশিক রায়: শহর জুড়ে অকাল বসন্তের আমেজ। মাঘের শীত হঠাৎ কোথায় পালাল কে জানে! মেলাশেষের প্রাক সন্ধ্যায় জমজমাট ভিড় দেখা গেল মঙ্গলবার। রেকর্ড ভেঙে হাজার স্টলেই মানুষের ঢল। নতুন পুরোনো সব ধরনের বইই নেড়েঘেটে দেখছেন বইপ্রেমীরা। তবে শুধু বই নয়, চেখে দেখার তালিকায় রয়েছে বিভিন্ন স্বাদের খাবারও। ফিশফ্রাই থেকে শুরু করে বিরিয়ানি, কড়াইশুঁটির কচুরি এবং শেষ পাতে মিষ্টিমুখ বইয়ের উৎসবে। খাওয়াদাওয়ার পাশপাশি পাল্লা দিয়ে চলছে ছবি তোলা। কলেজের তরুণ তরুণী থেকে শুরু করে পঞ্চাশোর্ধ্ব সেলফির শিকারী। তাপমাত্রা কিছুটা বাড়ায় গায়ের জ্যাকেট হাতে নয় কোমরে বাঁধা। করুণাময়ীর দিকে নয় নম্বর গেট থেকে ভিড় পেরিয়ে তিন নম্বর গেটের কাছে বাংলাদেশ প্যাভিলিয়নে আসতে ঘেমে নেয়ে একাকার হয়ে যাচ্ছেন বইপ্রেমীরা। বই কিনে ঘুরতে ঘুরতে গানের সুরে গলা মেলাতে দেখা গিয়েছে বইপ্রেমীদের। অন্যান্য দিনের মত এদিনও আজকাল প্যাভিলিয়নে এসেছিলেন বিশিষ্টজনেরা। বিকেলের দিকে স্টলে আসেন বিধায়ক দেবাশিস কুমার এবং তাঁর স্ত্রী লেখিকা দেবযানী বসু কুমার। বই দেখতে দেখতে স্টলে টাঙিয়ে রাখা ছবির দিকেও তাঁর চোখ যাচ্ছিল বারবার। জানালেন, প্রত্যেকটা মুহূর্ত অসাধারণ। মমতা ব্যানার্জির চা করার একটি ছবি দেখে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন সেটার সামনে। জানালেন, ওটাই তাঁর সবথেকে ভাল লেগেছে। স্টলে এসেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।
  • Link to this news (আজকাল)