Amartya Sen: বিশ্বভারতীর বিরুদ্ধে বড় জয় নোবেলজয়ী অমর্ত্য সেনের, আদৌ কী বিতর্কের ইতি?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
Amartya Sen Visva Bharati Land Dispute Case:
জমি বিবাদ সংক্রান্ত মামলায় নোবেলজয়ী অমর্ত্য সেনের বড় স্বস্তি। তাঁর পক্ষেই রায় গেল সিউড়ি জেলা আদালতের। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচ্ছেদ সম্বলিত নির্দেশ খারিজ করল আদালত। এই নির্দেশ নিয়ে নোবেলজয়ী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। জানা যায়নি বিশ্বভারতীর পরবর্তী পদক্ষেপ। ফলে ‘প্রতীচী’র জমি বিবাদ মামলার এখনই ইতি হবে, নাকি উচ্চ আদালতে যাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ তা এখনই স্পষ্ট নয়।