Mamata Banerjee: জোট রাজনীতিতে কোন পথে তৃণমূল? গনি গড়ে স্পষ্ট ঘোষণা মমতার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
Mamata Banerjee On Alliance With Congress:
বাংলায় বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ অন্ধকারেই। বুধবার কংগ্রেস গড় মালদায় দাঁড়িয়ে ফের একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। সাফ জানান, তিনি সিপিএমকে কখনও ক্ষমা করবেন না। আর কংগ্রেস কাস্তে হাতুড়ির সঙ্গ ত্যাগ না করলে তিনি হাত ধরবেন না।