Rahul Gandhi: বিহার থেকে বাংলায় ঢুকতেই রাহুলের গাড়িতে ঢিল! অধীরের ইঙ্গিতে তোলপাড়কাণ্ড
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
Rahul Gandhi At Malda:
কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র দ্বিতীর পর্বে বুধবারই বিহার থেকে বাংলায় প্রবেশ করেছেন রাহুল গান্ধী। এরপরই তোলপাড় ফেলাকাণ্ডঘটল। মালদায় হরিশ্চন্দ্রপুরে রাহুল গান্ধীর গাড়ি পিছনের কাচে একটা ঢিল এসে পড়ে। সঙ্গে সঙ্গেই ভেঙে চুড়মার হয়ে যায় গাড়ির কাচ।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)