• Teachers Recruitment Scam: ফের সিবিআই দফতরে বিধায়ক অদিতি মুন্সীর কাউন্সিলর স্বামী, কী রয়েছে দেবরাজের কপালে?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
  • Debraj Chakraborty At CBI Office In Nizam Palace: অভিযোগ প্রাথমিকে শিক্ষক নিয়োগ ‘দুর্নীতি’তে যুক্ত রয়েছেন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। গত নভেম্বরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা অভিযান চালান দেবরাজের স্ত্রী তথা রাজারহাটের তৃণণূল কাউন্সিলর অদিতি মুন্সিরর গানের স্কুলেও। সিবিআই সূত্রে খবর, সেই তল্লাশিতে দেবরাজ চক্রবর্তীর কাছ থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছিল। তখন সেগুলি বাজেয়াপ্ত করেছিল সিবিআই।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)