নির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আসন্ন আর্থিক বছরের (২০২৪-২৫) কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। যেহেতু এটি অন্তর্বর্তীকালীন বাজেট, জুলাই মাসে নতুন সরকার সাধারণ নির্বাচনের পরে একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। বাজেট বক্তৃতাকে প্রতিবারই বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। সরকার এই বক্তৃতায় তার সাফল্য তুলে ধরে। বিরোধীরা করেন ব্যর্থতার অভিযোগ। তবে, দেশের আর্থিক নীতি এই বক্তৃতায় কার্যত স্পষ্ট হয়ে যায়। কে কতটুকু সঠিক কীভাবে বুঝবেন? আসলে কোনও বাজেটের সম্পূর্ণ বিশ্লেষণ করা একটা লেখার মাধ্যমে সম্ভব নয়। তাহলে কীসের ওপর নজর রাখবেন?