Yash-Nusrat: যশ-নুসরতের লিপলক ভাইরাল! দম্পতির ব্যক্তিগত মুহূর্ত বাজারে ছড়াল কে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
তাঁদেরকে টলিউডের পাওয়ার কাপল বলা হয়ে থাকে। যশ এবং নুসরত…দুজনেই নিজেদের ছবির সাফল্যে এখন যথেষ্ট ব্যস্ত। সেন্টিমেন্টাল রিলিজ করার পর থেকেই তাঁরা বেশ ভালবাসা পেয়েছেন। কনটেন্ট এর যুগে মাস সিনেমা বানানো এখন প্রায় অনেকেই বন্ধ করে দিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই ছবি অনেকের মনে ধরেছে।