কেতাদুরস্ত স্টাইলে বুলেট চালিয়ে চমকে দিলেন সর্দারজি। তার এই অনবদ্য স্টান্ট নিমেষেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
২ হাত রাস্তায় ফেলে ফুল স্পিডে বুলেট চালাতে দেখে সকলেই একেবারে স্তম্ভিত। বৃদ্ধ বয়সেই এমন মারকাটারি স্টান্ট দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। ভিডিওটি দ্রুত ভাইরাল হচ্ছে।