৯০ লাখ টাকার খাবার খেয়ে ২০ লাখ টাকার টিপস। বিল শেয়ার করতেই চমকে গেল নেটদুনিয়া। ঝড়ের বেগে ভাইরাল হল সেই বিল।
জন্মদিন পার্টি হোক অথবা বিবাহ বার্ষিকী! কোন অনুষ্ঠান মানেই রেস্তোরাঁয় কবজি ডুবিয়ে জিভে জল আনা হরেক খাবার উপভোগ করা। আপনি আজ পর্যন্ত কোন রেস্টুরেন্টে খেতে গিয়ে কত টাকা সর্বোচ্চ বিল দিয়েছেন? দশ হাজার, ২০ হাজার, ৫০ হাজার? কিন্তু কখনও কী দেখেছেন রেস্টুরেন্টে খাবারের বিল কোটি টাকা ছড়িয়ে যেতে?