Nitish hits Rahul on Caste Survey: মিথ্যা কৃতিত্ব নিচ্ছেন রাহুল, জাত শুমারি নিয়ে বোমা ফাটালেন নীতীশ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
এনডিএ-র সঙ্গে সরকার গঠনের পর প্রথমবারের মতো কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পাল্টা আঘাত করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাটনায় সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে নীতীশ রাহুলকে নিশানা করে বলেন, ‘রাহুল গান্ধী জাত শুমারির মিথ্যা কৃতিত্ব নিচ্ছেন’। পাশাপাশি তিনি বলেন, ‘এটা নিয়ে কেউ যদি নিজের কৃতিত্ব বলে দাবি করে তাহলে এখন তার কোনো মানেই নেই’।