• Gyanvapi Mosque: জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পুজোর অনুমতি, বিরাট নির্দেশ আদালতের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ জানুয়ারি ২০২৪
  • Varanasi District Court:

    কাশীর জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পুজোর অনুমতি দিল বারাণসী জেলা আদালত। জেলা বিচারক এ কে বিশ্বেষার নির্দেশে বলেছেন, ‘জেলা ম্যাজিস্ট্রেট, বারাণসীকে নির্দেশ দেওয়া হয়েছে যে পূজা (প্রার্থনা) একজন পুরোহিতের দ্বারা করানো হবে। কাশী বিশ্বনাথ ট্রাস্ট এবং অন্য আবেদনকারীদের দ্বারা পশ্চিমে বিতর্কিত মূর্তিগুলোর নামকরণ করা হয়েছে। প্লট নম্বর ৯১৩০, পুলিশ থাকা ও জেলা বারাণসীর ওই কাঠামোয় পূজা করা যাবে। এ জন্য সাত দিনের মধ্যে লোহা-সহ অন্যান্য জিনিসের মাধ্যমে ওই অংশের ব্যারিকেড করে দিতে হবে।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)