• ‌খারাপ সময় অব্যাহত, তোষাখানা মামলায় সস্ত্রীক ১৪ বছরের জেল ইমরানের...
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ খারাপ সময় বোধহয় একেই বলে। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সস্ত্রীক ১৪ বছর জেলের সাজা হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তানের বিশেষ আদালত এই রায় ঘোষণা করেছে। প্রসঙ্গত, মঙ্গলবারই দেশের গোপন তথ্য পাচারের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ১০ বছরের জেলের সাজা শোনানো হয়েছে ইমরানকে। এবার তোষাখানা মামলায় ইমরান সহ তাঁর স্ত্রী বুশরা বিবিকেও ১৪ বছরের জেলের সাজা শোনাল স্পেশাল কোর্ট। আদালতের নির্দেশ, ইমরান বা তাঁর স্ত্রী, কেউই আগামী ১০ বছরের জন্য কোনও সরকারি পদে বসতে পারবেন না। পাশাপাশি, পাকিস্তানি মুদ্রায় তাঁদের প্রায় ৭৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান। তারপরে ২০২৩ সালের ৫ আগস্ট তাঁকে কারাদণ্ড দেয় ইসলামাবাদ কোর্ট। তোষাখানা মামলায় তিন বছরের জেলের সাজা দেওয়া হয়েছিল ইমরানকে। তবে গত বছর ডিসেম্বরে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে জামিন দিয়েছিল। তবে জামিন পেলেও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অন্য মামলাগুলির জন্য জেলেই ছিলেন ইমরান। তারপর মঙ্গলবার দেশের গোপন তথ্য পাচারের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ১০ বছরের জেলের সাজা। বুধবার তোষাখানা মামলায় সস্ত্রীক ১৪ বছরের জেলের সাজা হল ইমরানের।  
  • Link to this news (আজকাল)