• ‌অস্থিরতা আরও বাড়ল, মালদ্বীপে ছুরির কোপ প্রসিকিউটর জেনারেলকে ...
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মালদ্বীপে অস্থিরতা ফের বাড়ল। মালদ্বীপের প্রসিকিউটর জেনারেলকে প্রকাশ্য দিবালোকে ছুরির কোপ মেরে পালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ওই শীর্ষ আইনজীবীর নাম হুসেন শামিম। মঙ্গলবার তাঁকে রাস্তার উপরেই ছুরি মেরে পালায় এক দল আততায়ী। প্রসঙ্গত, সোমবারই মালদ্বীপের পার্লামেন্টে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সে দেশের বর্তমান শাসক জোটের দুই দল পিএনসি, পিপিএম এবং মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ সোলির দল ‘মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)’–র সদস্যেরা। মুইজ্জুর মন্ত্রিসভায় সদস্য নিয়োগের জন্য পার্লামেন্টের অনুমোদন আদায় করতে ওই দিন বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু মন্ত্রিসভার চার সদস্যকে নিয়োগ করার ব্যাপারে আপত্তি জানায় এমডিপি। অভিযোগ, মুইজ্জুর দলের সদস্যেরা সোলির দলের সাংসদদের পার্লামেন্টে ঢুকতে বাধা দেন। এর পরে পার্লামেন্টের ভিতরেই হাতাহাতি শুরু করেন শাসক এবং বিরোধী দলের সদস্যরা। এর ঠিক এক দিন পরেই হামলা চালানো হল সে দেশের প্রসিকিউটর জেনারেলের উপর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শামিম। এটা ঘটনা, ক্ষমতায় থাকার সময় শামিমকে প্রসিকিউটর জেনারেল হিসাবে নিয়োগ করেছিল সোলির সরকার। গত বছরের নভেম্বরের পর মালদ্বীপের সরকার বদলেছে। সোলিকে ক্ষমতাচ্যূত করে জোটের সরকার গড়েছেন মুইজ্জু। বর্তমানে এমডিপি সে দেশের প্রধান বিরোধী দল। মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেও মালদ্বীপের পার্লামেন্টে এখনও সংখ্যাগরিষ্ঠ দল সোলির এমডিপি। এদিকে, প্রেসিডেন্ট মুইজ্জুর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করতে প্রচুর স্বাক্ষরও সংগ্রহ করে ফেলেছে প্রাক্তন প্রেসিডেন্ট সোলির দল। তার মধ্যেই ঘটে গেল এই ঘটনা। 
  • Link to this news (আজকাল)