• ৩০ মিটার লম্বা টানেল তৈরি করে ছত্তিশগড়ে মাও হামলা
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  মঙ্গলবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ ঘটে। উভয়ের মধ্যে দীর্ঘসময় ধরে গুলি বিনিময় হয়। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, জেলা রিজার্ভ গার্ডদের পাল্টা জবাবের জেরে পিছু হঠে মাওবাদীরা। এরপর নিরাপত্তা বাহিনী উদ্ধার করে ৩০ মিটার লম্বা একটি টানেল। এই টানেলটি মাওবাদীরা তাঁদের আক্রমণের সময় ব্যবহার করেছিল। টানেলের বিভিন্ন অংশে ছোটো ছোটো গর্ত তৈরি করে তাঁরা। এখান থেকে গুলি চালিয়ে তাঁরা নিরাপত্তা বাহিনীকে হতচকিত করে দেয়। এই হামলার জেরে তিনজন নিরাপত্তা বাহিনীর মৃত্যু ঘটে। আহতের সংখ্যা ১৪। ঘটনাটি ঘটে বীজপুর-সুকমা সীমান্তের কাছে। এখানে নিরাপত্তা বাহিনী একটি ক্যাম্প তৈরির কাজ করছিল। এখান থেকে সাধারণ মানুষকে সমস্ত ধরণের সুবিধা দেওয়ার কথা ছিল। তবে হঠাৎই মাওবাদীরা হামলা চালায়। পুলিশ জানিয়েছে, দুপক্ষের এই হামলায় ৬ মাওবাদীর মৃত্যু ঘটেছে। ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই জানিয়েছেন, এই এলাকায় মাওবাদীরা পায়ের তলার মাটি হারিয়েছে। ফলে কাপুরুষের মত তারা হামলা করছে। তবে তাঁদের সমস্ত হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। 
  • Link to this news (আজকাল)