• সরকার গঠনের পর সম্পূর্ণ বাজেট পেশ হবে: প্রধানমন্ত্রী
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যার রামমন্দির উদ্বোধনের ঠিক ন’দিনের মাথায় বাজেট অধিবেশন শুরু হল সংসদে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই অধিবেশনে ঢোকার মুখে বক্তৃতা শুরু করলেন রাম নাম করে। সংসদে অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী মোদির বক্তৃতা নতুন ঘটনা নয়। তবে মোদি সাধারণত তাঁর বক্তৃতা শুরু করেন দেশবাসীকে ‘মিত্র’ বা ‘সাথী’ বা ‘পরিবারজন’ বলে সম্বোধন করে। এর মধ্যে পরিবারজন শব্দটি সাম্প্রতিক অতীতে ব্যবহার হয়েছে সবচেয়ে বেশি। কিন্তু বুধবার মোদী দেশবাসীর উদ্দেশে হাতজোড় করে বললেন, ‘রাম রাম’। তবে কি প্রধানমন্ত্রী এটাই বোঝাতে চাইলেন, বিরোধীরা রামমন্দির নিয়ে তাঁকে যতই কটাক্ষ করুন, তিনি তার পরোয়া করছেন না! লোকসভা ভোটের আগে এই বাজেট অধিবেশনই কেন্দ্রের মোদি সরকারের শেষ বাজেট অধিবেশন। তার আগে সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড হওয়া সমস্ত সাংসদের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। বুধবার বাজেট অধিবেশন শুরুর আগের বক্তৃতায়, সেই প্রসঙ্গেই বিরোধী দলের সাংসদদের বিশেষ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী সাংসদদের তিনি মনে করিয়ে দিয়েছেন, এই শেষ অধিবেশন ভোটের আগে সাংসদদের প্রায়শ্চিত্যের অধিবেশন। তাঁরা যেন সেই সুযোগের সদ্ব্যবহার করেন।এদিন প্রধানমন্ত্রী ফের একবার নারী শক্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, বাজেট শুরুর আগে রাষ্ট্রপতি ভাষণ দিলেন। এরপর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অন্তবর্তী বাজেট পেশ করবেন। প্রজাতন্ত্র দিবসের দিনেও দেশের নারী শক্তির পরাক্রম দেখেছে গোটা দেশ। আগামীদিনে নারীরাই দেশকে পথ দেখাবেন বলে এদিন জানিয়ে দেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (আজকাল)