• অনেক চেষ্টা করেছিলাম, কিছুই করতে পারিনি: নীতীশ কুমার
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাহুল গান্ধীর বক্তব্যের পাল্টা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, জাতিগননা নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য করা উচিত নয়। রাহুল সেই বিষয়ের কৃতিত্ব নিতে চাইছেন যেখানে তিনি ছিলেন না। জাতিগননা নিয়ে ২০১৯-২০ সালে যা হয়েছিল তা হয়তো ভুলে গিয়েছে কংগ্রেস সাংসদ। ইন্ডিয়া জোট প্রসঙ্গে নীতীশ বলেন, বহু চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। তাই এই জোট থেকে বেরিয়ে গেলাম। নীতীশ আরও বলেন, লোকসভা ভোটের খুব বেশি দেরি নেই। কিন্তু এখনও বিভিন্ন দলের সঙ্গে আসনরফাই করতে পারল না কংগ্রেস। তাই ইন্ডিয়া জোট ছেড়ে যেখানে ছিলাম সেখানেই ফিরে এলাম। বিহারের মানুষের জন্য কাজ করতে চাই। তাই ফের মুখ্যমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব বুঝে নিয়েছি। বিহারের উন্নতির কাজে সবথেকে বড় বাধা লালুপ্রসাদের দল। তাই উন্নয়নের স্বার্থে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি। 
  • Link to this news (আজকাল)