• রাজ্যে সিপিএমের জন্যই কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, দাবি মমতার ...
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলায় সিপিএমের জন্যই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। বুধবার "অধীর গড়" বহরমপুরে দাঁড়িয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মালদা থেকে এদিন মুর্শিদাবাদে আসেন তিনি। সেখানেই কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি বহরমপুরে এক সভায় মমতা বলেন, "কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া সিপিএম খারাপ করেছে। সিপিএম বিজেপির এক নম্বর দালাল।" সিপিএমকে আক্রমণ করে মমতা বলেন, "সিপিএম আমায় অনেক মেরেছে। ওদের সঙ্গে আমি চলতে পারব না।" এদিন গান্ধী পরিবারের নাম না করে মমতা বলেন, ওই পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। একইসঙ্গে তাঁর অভিযোগ, "আমাকে কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।" রাজ্যে আসন সমঝোতা এবং সেক্ষেত্রে বিষয়টি ভেস্তে যাওয়ার পেছনে কংগ্রেসের অতিরিক্ত চাহিদাকেও দায়ী করে তৃণমূল নেত্রী বলেন, "আমি মালদায় কংগ্রেসকে দুটো আসন দিতে চেয়েছিলাম। ওরা বললো হবে না। কংগ্রেসের অনেক চাই। তাই একটাও দেবো না। আমি আমার মতো লড়ব।"  মমতার এই অভিযোগের সমালোচনা করে রাজ্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "আরএসএসের টাকায় দল তৈরি করেছিলেন তৃণমূল নেত্রী। বিজেপির সঙ্গে এনডিএ সরকারেও ছিলেন। এরাজ্যের মানুষ খুব ভালোভাবে জানেন ১৯৮৪ সালে শিখ দাঙ্গার সময় জ্যোতি বসুর সরকার কীভাবে দাঙ্গা রুখেছিল বা ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার পর সংখ্যালঘুদের কীভাবে জ্যোতি বসুর সরকারই রক্ষা করতে এগিয়ে এসেছিল। মমতা ব্যানার্জি এত অসত্য কথা বলেন যে নতুন করে তাঁর এই অসত্য ভাষণের জন্য আর শব্দ খরচ করতে ইচ্ছা করে না।" এর পাশাপাশি রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, "জোট প্রসঙ্গে মমতা ব্যানার্জি একবার বলছেন তাঁর সঙ্গে কেউ কথা বলছে না আবার বলছেন তিনি কংগ্রেসকে দুটো আসনের কথা বলেছিলেন। কোনটা সত্যি? আসলে বিজেপিকে সুবিধা করে দিতেই এইধরনের কথা বলছেন তিনি।" বুধবার বিহার থেকে পশ্চিমবঙ্গে "ভারত জোড়ো ন্যায় যাত্রা"য় এসেছেন রাহুল গান্ধী। তাঁর গাড়ির কাঁচ ভাঙ্গার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। বহরমপুরে দাঁড়িয়ে মমতা বলেন, "বাংলায় রাহুলের গাড়ির কাঁচ ভাঙেনি। বিহারে হয়েছে। বিহারে সবে নীতিশ কুমার ও বিজেপি এক হয়েছে। ওদের রাগ থাকতেই পারে।" এদিনের সভা থেকে মুর্শিদাবাদের উন্নতিতে তাঁর সরকার কী কী পদক্ষেপ নিয়েছে সেই বিষয়গুলি সভায় তুলে ধরার পাশাপাশি আগামীদিনে এই জেলার জন্য নেওয়া বিভিন্ন প্রকল্পের কথার উল্লেখ করেছেন মমতা। সভাশেষে এক পদযাত্রায় সামিল হয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)