• সুন্দরবন থেকে ৩ কোটি টাকার সুপারি পাচার রুখল বিএসএফ
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুন্দরবন এলাকায় বড়সড় চোরাচালান রুখল দক্ষিণবঙ্গ সীমান্তের সমশেরনগর ১১৮ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। জব্দ করা হয়েছে প্রায় ৭১ কেজি বার্মিজ সুপারি। আটক করা হয়েছে ২৭ জন বাংলাদেশী চোরাকারবারিকে। আটক করা চোরাই মালের মূল্য বর্তমান বাজারে প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা। জানা গিয়েছে, বিএসএফ জওয়ানরা কিছু বাংলাদেশি নাগরিকের সঙ্গে বাংলাদেশি ট্রলারের অবৈধ চলাচলের বিষয়ে বিএসএফ গোয়েন্দা বিভাগ থেকে একটি তথ্য পায়। ওই তথ্যের ভিত্তিতে সুন্দরনের সন্দেহভাজন এলাকায় অভিযান চালায় বিএসএফ জওয়ানরা। গত রবিবার বিএসএফের স্পেশাল ফোর্স দুটি সন্দেহভাজন ট্রলারের গতিবিধি লক্ষ্য করে। দুটি ট্রলারই অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে বলে জানিয়েছে বিএসএফ। সেখানে তল্লাশি চালিয়ে ২৭ বাংলাদেশী নাগরিকের কাছ থেকে ১১৫২ বস্তা সুপারি উদ্ধার করা হয়। নথি চাইলে তা দিতে পারেনি অভিযুক্তরা। একটি ট্রলারের চালক জানিয়েছেন, ২০ হাজার বাংলাদেশি টাকার বিনিময়ে তিনি এই কাজ করতে রাজি হয়েছেন। অন্য ট্রলারের চালকের বক্তব্য, ২০ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে ৫৫২ বস্তা সুপারি পাচার করতে বলা হয়েছিল। অভিযুক্তদের বামাল সমেত অফিসে নিয়ে আসা হয়েছে। আরও বিস্তারিত তথ্যের জন্য জেরা করছেন গোয়েন্দারা।
  • Link to this news (আজকাল)