• ইন্ডিয়া জোটের আসন নিয়ে মালদহের সভা থেকে কংগ্রেসকে আক্রমণ মমতার...
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ‘ওরা আগে সিপিআইএমের হাত ছাড়ুক। সিপিআইএম আমার ওপর অনেক অত্যাচার করেছে। আমি ওদের কোনোদিন ক্ষমা করব না’। মালদহের সভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে রয়েছে তৃণমূল এবং কংগ্রেস। রাজ্যে দুই দলের সিট শেয়ারিং নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সেই প্রসঙ্গে এদিন মমতা বলেন, ‘আমি কংগ্রেসকে বললাম তোমাদের দুটো সিট দিচ্ছি। তোমাদের জেতা আসন। বলল, না আমাদের অনেক চাই। তার আগে ওদের সিপিএমের হাত ছাড়তে হবে। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর রাজ্যে আসন নিয়ে আরও জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে সিপিএম নেতৃত্বের। জানা গিয়েছে, মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, সুজন চক্রবর্তী যোগ দিতে পারেন রাহুল গান্ধীর সঙ্গে। এদিন মালদহে সভা করার আগে পদযাত্রায় অংশ নেন মমতা। মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমে যায় রাস্তার দুপাশে। মমতা হাত নাড়েন, একটি শিশুকে দেখতে পেয়ে তাকে কোলে তুলে নেন। পড়ুয়াদের সঙ্গে হাত মেলান। দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানও দিতে দেখা যায় অনেকে। পদযাত্রার পর কালীমন্দিরে গিয়ে পুজোও দেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ অন রাহুল গান্ধীর সঙ্গে।
  • Link to this news (আজকাল)